..বেদনার রং নীল
  • ℜ-Home
  • TJ-comments
  • Kobita
    • Valentines 13 Poems
    • R-valentine
    • Valenines Day poems
    • vDay WithOut yOu 15
    • Blog
  • Binodon-Bichitra
    • anuroder asor
  • Muzic
  • AmarDesh
  • TomarJonno
    • Aniversary 2
    • Anniversary 3
    • Jonmodin Tomar
  • About us
  • LIVE Cricket
    • new7wonders
  • Hurricane Sandy
  • Tui Rajakar
  • MonerJanala
  • Sanuhar
  • Jonmodin 2015
  • BPL
    • BPL 2015 Player List
  • The Fizz
  • Ramadan 2016
  • SalmanShah

All of the poems are specially written for Valentines Day..by - palash

~*~Happy Valentine's Day~*~ভ্যালেনটাইন্স ডে'র স্পেশাল কবিতা
Share

মেঘলা আঁকাশ

এ মনে আমার মেঘলা আঁকাশ
দুচোখে ব্যথার শ্রাবণ
ভালবেসে তোমাকে বুঝেছি অবশেষে
পাশে কেউ থাকেনা চিরদিন

প্রিয়জন যদি চলে যেতে চায়
কি আশায় তাকে ধরে রাখবো
বিশ্বাসে ভালবাসা হয়
তবে কেন অবিশ্বাসে ভেঙ্গেছ মন
স্মৃঁতির পাহাড় গড়ে এ বুকে
শুধু যাওনি বলে তোমাকে ছাড়া,কি ভাবে থাকবো বেঁচে

একাকী চলেছি পথ তোমাকে ছাড়া
হাজারো নিরাশা বুকে বাঁধে বাঁসা
শুধু তোমার স্মৃঁতি গুলো সাথী করে
এখনো খুঁজে ফিরি হয়ে দিশেহারা ||


লেখা : পলাশ    সময়কাল : ০১/২১/১১  | ৫:২৯ PM.

Share

আমিও একদিন যাবো ভুলে

আমিও একদিন যাবো ভুলে
যেভাবে তুমি ভুলে গেছ আমায়
ণিশ্ব করে গেছ তবুও কেন
পারিনা ব্যথা দিতে তোমায়

আমিও একদিন হবো বিলিন
যেভাবে ভেঙ্গে ণদী সাগরে হাড়ায়
ভালবাসার উপহার একবুক কষ্ট
এখনো নিরবে-একাকী আমাকে কাঁদায়

এভাবে হয়তো কেঁটে যাবে জীবণ
ব্যথার প্রলেপে ঢেকে সুঁখের লগণ
তবুও আমি চাইবো তোমাকে
বলেছিলে সুঁখী হতে পারবোনা জীবণে ||


লেখা : পলাশ     সময়কাল : ০১/১৯/১১ | ৮:০৫ AM.        

Share

তোমার দেয়া শেষ উঁপহার

তোমার দেয়া সব চিঠি গুলো
অনেক কঁষ্টে ছিঁড়ে ফেলেছি
শুধু পারিনি মন থেকে মুঁছে দিতে
ফেলে যাওয়া তোমার অতীত স্মৃঁতি।

এখনো যতনে রেখেছি
তোমার দেয়া শেষ উঁপহার
গীটারটা  সেখানেই পরে আছে
মাঝে-মাঝে মুছি ধূলোমাখা তার।।

ফিরিয়ে দিয়েছ যে ফুল নিজের হাতে
মনের ব্যথায় তাকেও ছুঁড়ে ফেলেছি দূঁড়ে
ভেঁঙ্গে যায় যে স্বঁপ্ন হয়না পুরণ
নাহয় তাকে রাখবো সবার অগোচরে ।।।


লেখা :পলাশ  সময়কাল : ০২/০৯/১১  | ২:১০ AM



Share

জান কি তুমি-১

জান কি তুমি
একটা মন কতটা কঁষ্ট পেলে
একা নিরবে কাঁদে
যায় কি ভুলে থাকা স্মৃঁতিগুলো
এখনো সে প্রতিটি রাঁতে
ভেবে তোমাকে কাঁদে।

চেয়েছি যত তাকে ভুঁলে যেতে
পারিনি,এ-বুকের প্রতিটি ণিঃশ্বাসে জড়িয়ে আছে
স্মৃঁতির আলিঙ্গণে কত হাজারো রাঁত
ণিরবতা পুঁষেবুকে রেখেছি।।

চাঁদটা যেন আজ আমার দূয়ারে
আঁমাবর্শা হয়ে আলো ছড়ায়
জোঁণাকি গুলো দেয়না ধরা
মরীচিকা হয়ে হাঁত বাড়ায়।।।


লেখা : পলাশ  সময়কাল : ০২/১০/১১  | ২:১০ AM

অভিমানী মেঁঘের ভ্যাঁলায়

তোমার ভেবে কত
ণিঘুম রাঁত আমি জেঁগেছি
হাজারো কবিতার উপমা
সাঁঝিয়ে তোমায় ছুঁয়েছি।

দেখেছি আমি তোমার হাঁসি
দূঁরের ঐ চাঁদের আঁলোয়
হিম-হিম বাতাসের গুঞ্জনে
ভেবেছি এই তুমি এলে ণূঁপুর পায়ে।।

মাঝ রাঁত কেঁটে যায়
অভিমানী মেঁঘের ভ্যাঁলায়
হাজারো কল্পনায় তোমাকে জড়িয়ে
শীতল হয়ে এই বৃষ্টি ধাঁরায়।।।


লেখা : পলাশ  সময়কাল : ০২/১২/১১  | ২:৫৮ AM
Share

মিথ্যা ছিল তোমার প্রঁতিশ্রুতি

ভুল ছিল তোমার
কখনো বলবোনা
বলবোনা এখনো কত ভালবাসি তোমায়
চলেগেছ তুমি আমাকে পর করে
তবুও ভাবতে ভাললাগে,একদিন আমি ছিলাম তোমার হৃদয় জুড়ে

কতযে যন্তনা বুকে আমার
কখনো তুমি জানবেনা
স্মৃঁতির কারাগারে বন্দী আমি
কিভাবে বেঁচে আছি,একবার এসে দেখনি তুমি

ব্যঁথা দেবে তুমি যদি জানতাম
কাছে এসে আবার যাবে ভুলে
মিথ্যা ছিল তোমার প্রঁতিশ্রুতি
সবইছিল কথার কথা ||




লেখা : পলাশ    সময়কাল : ০১/১৯/১১  | ১১:১১ AM
Share

উঁড়িয়ে স্বঁপ্ন মেঁঘের ভ্যাঁলায়

নিরাশার কত রাঁত জাগি
জড়িয়ে দুঃখের চাদর
আমায় ঘিরে সব স্মৃঁতি গুলো
জড়িয়ে বুকের পাঁঞ্জর
তবুও তোমায় ভেবে মন
পুরনো সেই পঁথে হাটে
তোমায় খুঁজে-খুঁজে ক্লাঁন্ত সে আজ
একাকী ধূলোর মাঝে..

বিঁরহি এই রাঁত কাঁটে
উঁড়িয়ে স্বঁপ্ন মেঘের ভ্যাঁলায়
ণিঃসঙ্গতা একাকী সঙ্গী আমার
এভাবে কেটে যায় মৌন সময়

মেঘে-ঢাকা চাঁদ যত আঁলো ছড়ায়
কষ্ট বাসা বাধে তত হৃদয় আঙ্গিণায় ।।


লেখা : পলাশ       সময়কাল : ০২/০৭/১১  | ৫:১৩ AM

Share

..বেদনা ভরা এই বিশেষ দিবস

এভাবে কি করে মানুষ
দূঁরে চলে যায়
যে ছিল হৃঁদয়ে একদিন
আজ কেন তাকে অপরাজিতা মনে হয়।

একসাথে কত হেটেছি দুঁজনে
এই পথে হাতে-হাত রেখে
আজ কেন এমন হল
নিশ্ব হয়েছি একা নিজে।।

শত ব্যথা এই বুঁকে
তবুও মন তোমাকে খোঁজে
..বেদনা ভরা এই বিশেষ দিবস।।।


লেখা ; পলাশ  সময়কাল : ০১/১০/১১ | ১০:২২ PM
Share

জান কি তুমি-২

জান কি তুমি
আজও তোমাকে ভেবে
একাকী তাকিয়ে থাকি খোলা জাঁনালায়
মায়াবী ঐ চাঁদ যেন ডেঁকে বলে
ভালবাসা ছিল এক স্বঁপ্ন বৃথাই।

ভোঁড়ের চাদরে ঢাকা শিঁশির ফোঁটা
রুদ্র-খড়ায় সেও হাড়িয়ে যায়
অনেক প্রতিক্ষার প্রঁহর শেষে
এভাবেই দিন বয়ে চলে যায়।।

তৃষ্নার্থ মরুর এই বাঁলুকা বেঁলায়
অগোচরে মন নিরবে পোঁড়ায়
গোধলির এই ণিবির খেঁয়ায়
হাজারো মেঁঘ এসে আমার আঙ্গিনায়।।।


লেখা : পলাশ   সময়কাল : ০২/১০/১১ : ৩:০৮ AM

ভালবাসা এমন কেন

তুমি ছাড়া বন্ধু আমার
আপন কেউ আর নেই
চলে গেছ অনেক দূরে
মনটাকে কি করে বোঝাই।

প্রিয়জন যায় যদি যায়
ছিঁড়ে হৃদয়ের বাঁধন
কিসের আশায় তাকে রাখবো ধরে
পর কখনো হয়না আপন।।

ভেঁঙ্গে গেল সুখের ঘর,অজানা ঝঁড়ে
ভাবলাম আমি আপন যারে
সেইতো গেল দুঃখ দিয়ে
মুছে গেল স্বঁপ্ন যত ,চোখেরই জলে
ভালবাসা এমন কেন
থাকেনা কেউ চিরদিন বঁন্ধুবেশে।।।


লেখা : পলাশ  সময়কাল : ০২/১১/১১  | ১২:২২AM
Share

সুখ নেই তাতে কি দুঃখ আছে

ভালবাসার ছেঁড়া পালে
আজও ভাসে জীবণ তরী
যায় সে ভেসে তোমার পানে
দুঃখ নদীর ঢেউয়ে ভেসে

অঁভিমানের মিছে পাহাড় গড়ে
চলে গেলে বুকটা শূণ্য করে
তোমায় ভেবে ব্যকুল মন
সুখের সাথে হয়না দেখা কখনো আর ভুলের ছলে

জীবণ এভাবেই যায় চলে যায়
সুখ নেই তাতে কি দুঃখ আছে
হাড়ানো দিনগুলো কেন হাড়িয়ে যায়
হৃদয় জুড়ে শুধু স্মৃতি থাকে ||


লেখা : পলাশ    সময়কাল : ০১/১৮/১১

Share

তুমি ভালই আছ

স্মৃঁতি মুঁছে দিয়ে
জানি তুমি ভালই আছ
সুঁখ নিয়ে তোমার পৃথিবীতে
দুঃখ ছাড়া কি বল মানুষ বাচে
তবে কেন এতটুকু দুঃখ নিলেনা
তুমি আপণ করে ।।

সুঁখ নিয়ে থাকবে তুমি দুঃখ ভুলে
এভাবে কখনো আমার চাওয়া ছিলনা
তবে কেন আজ এমন হল
বালুকা তীঁড়ে বাঁধা ঘর হাড়িয়ে গেল ।

চলে যে যায়
কখনো কেন সে আর ফিরে আসেনা
দুঃখ-সুঁখের মাঝে বাঁচে মানুষ
জীবণটা যেন এক গোলক ধাঁ-ধাঁ ।


লেখা : পলাশ   সময়কাল : ০২/০৯/১১  | ২:৫১ AM
Share

জীবন চলার পথে স্মৃঁতি নাড়ে কঁড়া

বুকের গহীনে স্মৃঁতি
হৃঁদয় আঁঙ্গিনায় তুমি
এত সহজে চাইলেও কি
তোমায় ভোলা যায়
নিঁঝুম রাঁত কাটে তোমাকে ভেবে
কঁষ্ট নামের বেদনায়।

এভাবে ছিলনা চাওয়া
বেদনার কালিতে লেখা ভাগ্য রেখা
পাওয়ার আগে গেল হাড়িয়ে
এভাবে চলেনা আর জীবণ খেয়া।।

অজানা ঝঁড় এসে
গেল সব পাল্টে দিয়ে
বুকের গহীনে পরে থাকা
জীবন চলার পথে স্মৃঁতি নাড়ে কঁড়া।।।


লেখা : পলাশ  সময়কাল : ১২/১৬/১০

Share

ণিঃসঙ্গতা একাকী সঙ্গী আমার

নিরাশার কত রাঁত জাগি
জড়িয়ে দুঃখের চাদর
আমায় ঘিড়ে সব স্মৃঁতিগুলো
জড়িয়ে বুকের পাঁঞ্জর
তবুও তোমায় ভেবে মন
পুরনো সেই পঁথে হাটে
তোমায় খুঁজে-খুঁজে ক্লান্ত আজ,একাকী ধূলোর মাঝে।

বিরহী এই রাঁত কাঁটে
উঁড়িয়ে স্বঁপ্ন মেঁঘের ভ্যাঁলায়
ণিঃসঙ্গতা একাকী সঙ্গী আমার
এভাবে কেটে যায় মৌণ সময়
মেঁঘেঢাকা চাঁদ যত আলো ছড়ায়
কঁষ্ট বাঁসা বাধে তত মনের আঙ্গিনায়।।।


লেখা : পলাশ  সময়কাল : ০২/০৭/১১  | ৫:১৩ AM



free counters

Thank you so much for being with us..once again
 `~*~`Happy Valentine Day`~*~` 

All the poems are subject to copyright;people who copied this page will agree to leave their identity IP Address behind the scene

⋙তুমিℜআমি.কম⋘

আপনিও থাকুন আমাদের সাথে..

Our Journey Partners

MonerJanala -our upcoming site

BuyFbFanz.com -How to Make Money Online
iMarkettingWorld.com -Internet Marketing


       ..Please contract us for your partnership

You can like us here..

এই সাইটের লেখা বা প্রকাশিত  তথ্য সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট তুমিℜআমি.কম এর। এই সাইটের প্রকাশিত লেখা অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ,সংকলণ করা সম্পূর্ণ বেআইনি।।   
    কপিরাইট © ২০০৮-২০১৭, তুমিℜআমি.কম  নিউইয়র্ক,ইউএসএ