..বেদনার রং নীল
  • ℜ-Home
  • TJ-comments
  • Kobita
    • Valentines 13 Poems
    • R-valentine
    • Valenines Day poems
    • vDay WithOut yOu 15
    • Blog
  • Binodon-Bichitra
    • anuroder asor
  • Muzic
  • AmarDesh
  • TomarJonno
    • Aniversary 2
    • Anniversary 3
    • Jonmodin Tomar
  • About us
  • LIVE Cricket
    • new7wonders
  • Hurricane Sandy
  • Tui Rajakar
  • MonerJanala
  • Sanuhar
  • Jonmodin 2015
  • BPL
    • BPL 2015 Player List
  • The Fizz
  • Ramadan 2016
  • SalmanShah
আমার কবিতার ভুবনে আপনাকে স্বাগতম!

স্বপ্নের খাঁচা খুলে উঁড়িয়ে দিলাম ভালবাসা নামের পোঁষা পাঁখি সে যদি আমার হয় আসবে ফিরে ব্যকুল হয়ে তার আশায় থাকি

   ভেঁঙেছ নিজের হাতে ‍হৃদয় আমার..তোমার কারনে হল জীবন আঁধার..এভাবে হাঁড়ালে কেন তুমি দুঁরে ..নীরব অঁশ্রু চোঁখে জড়ে অঁঝোরে                

Having viewing problem,please DOWNLOAD Bangla Unicode for best view. Thanks

ভুল ভালবাসা  ১

ভালবেসে কেন তবে
ভুলে যেতে হয়
প্রিয়জন ব্যথা দিয়ে
দুরে চলে যায়।

ভুল করে কাছে এসে
ভুল করে ভালবাসা হয়
ভুলের মাঝে থেকে
ভুল করে আবার ভুলে যেতে হয়।

ভুল ভালবাসা  ২

ভালবেসে কেন শেষে
ভুলে যেতে চাও
হৃদয় নিয়ে কেন
ভেঁঙে দিয়ে যাও।

ভুল করে কি, তুমি
ভুলে যেতে চাও
কেন মেয়ে তুমি
আমাকে কাঁদাও।

ভুল ভালবাসা দেবে
কখনো ভাবিনি
তোমাকে ভালবেসে
তবে কি আমি হেড়েছি।
        ০৯/১২/০৯     

ভুল ভালবাসা  ৩

ভুলে যাবে আমাকে
কাছে এসে ভালবেসে
কেন এমন হয়
হৃদয় ভেঁঙে যায়।

তবুও অবুঝ হদয়
কেন যে বোঝেনা
ভালবাসা শুধুই জাতনা
মন ভেঁঙে দেয় মৌনতা।

হায় চোখ 
স্বপ্ন সাঁঝাই   ‍
তবু কেন মুছে যায় অঁশ্রু জলে।

ভুল ভালবাসা  ৪

ভুল বুঝে তুমি চলে গেলে
ফেরাতে আমি পারিনি
ণীরব অভিমানে নিজেকে  সাঝিয়ে
এ ভাবে হাড়াবে আমি বুঝিনি।

চলে যাওয়া যায় জানি
ভুলে থাকা যায় না..

তুমি কি এখনো বন্ধু

অজানা কোনপথে
লুঁকিয়ে আমায় খোঁজ
তুমি কি এখনো বন্ধু
ণীরবে আমায় ভাবো।

রাত জেগে আঁকাশ পানে
হিমে
ল পরশ গোনো
তুমি কি বন্ধু ণীরবে আমায় ভাবো।

মন খারাব হলে
আমার লেখা কবিতা পড়
তুমি কি এখনো বন্ধু
একাকী চাঁদের আঁলোয়
সুরের প্রদীপ
জ্বালো।

তুমি কি এখনো বন্ধু
রাতের
আঁধারে
নিজের অজান্তে আমায় খোঁজ
ণীরবে আমায় ভাবো।

তুমি কি এখনে বন্ধু
সাঝের প্রহর গোনো
তুমি কি এখনে বন্ধু
উদাস মনে
চেঁনা সেই পথে হাটো।


তুমি কি এখনো
আমায় 
খোঁজ। 
                               ০৬/১২/০৯                                

 ভুল ভালবাসা  ৫

আজ সব ভুলে গিয়ে
বন্ধু তুমি আছ কেমন
একটি বার বল তুমি আমাকে
বিষাদের এই পৃথিবীতে
আমাকে ভুলে
পেরেছ কি তুমি সুখী হতে।

শুধু একটি বার বলবে কি তুমি আমাকে?

তুমিতো বুঝলে না
কত ভালবাসি তোমাকে
শুধু তুমি সুখে থাক
চেয়ে ছিলাম আমি বারে বারে।  ০৭/১৫/০৯

স্মৃতিরা পাঁহারায়

Picture
বেদনার নীল আঁকাশের নীচে
তোমার
স্মৃতিরা পাঁহারায়
সুখ গুলো দুহাতে সরিয়ে
দিয়ে গেলে একেমন জীবণ আমায়।

সুখ যেন আজ মৃত আত্মাদের মত
 ঘুমিযে আছে জীবণ নামের কবরে
।

১২/০৯/০৯

তুমি কি জানো..জান

Picture
আমর হৃদয়ে কষ্ট কেবলই
য
ন্তনায় ডানা ঝাঁপটায়
তবুও মন এক দৌঁড়ে পৌছে যায় তোমার কাছে
হৃদয় থেকে হৃদয়ে।

তুমি কি জানো..জান
তুমি আমার মনের দীঘল মন
হয়তো পাবো..হয়তো পবোনা
তবুও আমরা দুজন।

জানো, জান তোমায় আমি আজও ভুলিনাই
জানিনা হয়তো কোনদিন ভুলতেও পারবোনা।

                  ১২/০৯/০৯


 যত পার ব্যথা দাও

দুঃখের আগুনে পুরলে আমি
যদি তমি সুখ পাও
ফেলে যাওয়া স্মৃতি গুলো
তুমি যত পার ব্যথা দিয়ে যাও।

কাঁদবোনা আমি দেখবোনা তোমাকে
ণীরব অঁশ্রু যদি তবু আসে দুচোখে
সুখের দিন গুলো ফিরিয়ে দেবো
দুঃখকে আপন করে।

যতই কষ্ট হোক
তবুও চাইবোনা ফিরে তোমাকে
হাড়ানো দিন গুলো কেন থাকে
স্মৃতির বাঁধনে শুধু জড়িয়ে।
১২/১৬/০৯  ০১:৩০a.m.

বন্ধু ভাবে মন তোমায়

আমার আঙিনা ছেড়ে
চলে গেছে তোমার মন
দুরে বহু দুরে
শুধু শ্রাবনের মেঘ গুলো
দুহাতে দিয়ে গেলে এ চোখে।

বন্ধু ভাবে মন তোমায়
ব্যথার ছায়ায়
জানি ভুলে গেছ তুমি
মনে পরেনা আমায়।

                         ১২/১২/৩১

ভাঁঙে অন্তর

কোন ব্যথায় হৃদয় ভাঁঙে
ভাঁঙে সুখের ঘর
তুমিতো নিলেনা একটি বার
বন্ধু আমার খবর
ভালবেসে দিয়ে গেলে
আমার সুখের কবর।

কোন কথায় কাঁদে
হৃদয়
ভাঁঙে অ
ন্তর
ভুলে গেলে সব কিছু
সুখেরি বাসর।

কষ্ট না হয় কিছু পেলাম আমি
তোমায় ভালবেসে
না হয় মিথ্যে করে বল তুমি
আর একবার ভালবাস আমাকে।

                                       

বেদনায় নীরবে অঁশ্রু ঝঁড়ে

চেনা চেনা স্বপ্ন গুলো
কেন এত অচেনা হল
ভুল করে কি তবে মন
ভুলকে বেসেছে ভাল।

নীরবে অভিমানে আসে চোখে জল
অনুভবে
স্মৃতি করে আলোরণ
বেদনায় সুখ গুলো কেন যে পাথর
ভাবনার আকাশে শুধু মেঘের চাদর।

বেদনায় নীরবে
অঁশ্রু ঝঁড়ে
চেনা পথ কেন গেল ঝাপসা হয়ে
ভালবাসার অপরাধে ভেঙে গেল মন
ণীয়তি করে দিল ছি
ন্ন বাঁধন।
০১/০৩/১০
   

ভুলে যাও মোরে

দূরে যখন থাকি আমি
খোঁজ তুমি মোরে
আসলে কাছে ণিপূন হাতে
ব্যথা দাও মোরে।

খুঁজি তোমায় মনের মাঝে
খুঁজি তেঁপান্তরে
ভালবাসার একোন আঘাতে
ভুলে যাও মোরে।

ভালবাসি তোমায় আমি
জানি তুমি মোরে
তবে কেন মিছে-মিছি
ভুলে যাও মোরে।
০১/০৩/১০

তুমিও ভালবাসতে আমায়

কোন পথে চল তুমি
কোন পথে আমি
যে পথে ছিলাম দুজন
নেইতো আর জানি।

তোমায় ভাবি এখনো আমি
জানি তুমিও আমায়
তবে কেন সব ভুলে যাও
তুমিও ভালবাসতে আমায়।

তোমার আমি তোমার ছিলাম
তুমিও ছিলে আমার
স্বপ্ন গুলো ভেঙে দিয়ে
কেন দিলে আধার।
০১/০৩/১০

এই মনের গভীরে

তুমি চলে গেলে নীরবে
ঢুবে যাওয়া চাঁদের আড়ালে
কুয়াশার চাঁদরে
এই মনের গভীরে।

পরে থাকা মেঘে আড়ালে
তুমি ছিলে একদিন নীল আকাশে
মুক্ত পাখির ডানায়,দুরের নীলিমায়
মনের আঙিনায়,জীবনের ভাবনায়।

তবুও মনতো একটাই
মনের ঠিকানায়
কেন ভেঙে দিলে এভাবে
কি সুখের মোহনায়।

   ০১/১৯/১০

মুছে দিও স্মৃতি

আমায় তুমি ভুলে যেও
ভুলে যেও সবই
মুছে দিও স্মৃতি তুমি
ভালবাসি আমি।

আসবোনা কভু ফিরে
তোমার কাছে
ভেবে নেব ভালবাসা
মরে গেছে।

ভালবেসে তোমায় আমি
হেড়ে গেছি
একবুক জ্বালা নিয়ে
বন্ধু আমি আজো বেঁচে আছি।

ভুলে কি করে যাব বল

ভুল করে ভালবেসে
বেদনার রং এ স্মৃতি একে
ভুল করে তুমি ভুলে গেলে।

ভুলে কি করে যাব বল
কি করে ভুলে যাব তোমায়
হৃদয় থেকে পারিনা মুছে দিতে
পারিনা স্মৃতি গুলো পিছনে ফেলে
নতুন করে নিজেকে সাঝাতে।

হয়তো এভাবেই ছিল ভাগ্য লিখণ
শুরুতেই তুমি দিলে প্রেমের দহন।
০১/০২/১০

এইতো ভালবাসা।

সেদিনও বলেছিলে তুমি
ভালবাস আমায়
আজ কেন এমন হল
ভুলে গেছ আমায়।

মনের আঙিণায়
শুধু কষ্ট আছে
স্মৃতিরা থাকে পাহাড়ায়
তুমিহীনা জীবন আমার
ভাবতে পারেনা হৃদয়।

অবুঝের মত শুধু
ভালবেসে গেলাম
কখনো পাইনি আদর
নিঘুম রাতের বুকে
জড়িয়ে রাখি,স্মৃতি নামের চাদর।

এইতো ভাল জীবন আমার
হয়তো পাবোনা তোমার দেখা
দোষকি বল তোমায় দেব
এইতো ভালবাসা।
০২/১৩/১০

ভালবাসার ছেড়াতরী

কত চেনা ছবি মিশে আছে
আছে কত সুর
কত,কত চেনা মুখ
মনের গভীরে আছে আঁকা
ভালবাসার সুখ

খুঁজবো না হয় তোমায় আমি
খঁজবো রাত দিন
তোমার জন্য আমার আমি
ভালবাসার ঋীণ।

বলতে পারি তুমি আমার
নীল আকাশের নীলা
সমুদ্র তার ছায়ায় দিচ্ছে পাড়ি
ভালবাসার ছেড়াতরী।
০১/০৩/১০

নিলেনা তুমি খবর

জানিনা তুমি কেমন আছ
আছ কত দুরে
নীরব অঁশ্রু ঝঁড়ে শুধু
আমার এ চোখে।

সুখী তুমি সুখের খোঁজে
ভাংলে আমার মন
তবে খোঁজ কেন আমায় তুমি
ঘুমিয়ে শেষ প্রহর।

ভুল কিছু আমার ছিলো
জানি কিছু তোমার
দুঃখ সুখের এ জীবনে
নিলেনা তুমি খবর।
০১/০৩/১০

জানি তুমি ফিরে আসবে

ফেরাবনা আজ তোমায়
যেখানে তুমি যত দুঁরে যাও।

জানি তুমি ফিঁরে আসবে
অভিমানের ভুল একদিন ভাংবে।

হৃদয়ের গভীরে আমার
ছবি তুমি আঁকবে
হয়তো দিশেহারা হয়ে
তুমি আমায় একদিন খুঁজবে।

ফেরাবোনা সেদিন তোমায়
আমার দুয়ার থেকে
ভুলে যাব যত ব্যথা
তোমার দেয়া অপবাদের কথা।
০১/২৬/১০

এ কেমন..

এ কেমন ভালবাসা
ভালবেসে ভুলে যেতে হয়
এ কেমন স্বপ্ন
শুধু স্বপ্ন হয়ে রয়ে যায়।

এ কেমন কষ্ট
শুরুতেই মন ভেঙে যায়
জীবন নদীর তোড়ে
সুখ ভেসে যায়।

এ কেমন অভিমান
প্রিয়জন ভালবেসে ভুলে যায়
সাঝিয়ে জীবনকে
কি করে ভেঙে যায়।

এ কেমন ব্যবধান
ভালবেসে দুটি মন
দুরে রয়ে যায়
অকারণ অভিমানে
স্মৃতির দহন বয়ে যায়।
০১/২৯/১০

ছোট ছোট স্মৃতি আছে

ভালবাসি আজও তোমায়
কি করে বলবো
ভেঙে গেছ মন তুমি
কি করে ভুলবো।

বিঁষাদের ডাঁনায়
আমার বসবাস
বুঝিনি কখনো
ভালবাসা ছিল আজম্ম পাপ।

ছোট ছোট স্মৃতি আছে
হূদয় জুঁড়ে ব্যথা
ণীরবে মুছে গেল
যত ছিল স্বঁপ্ন-আশা।
০২/১৭/১০ 



ভালবাস আমাকে

ভাবো যদি ণীরবে
মনে পরবে গোপনে

ভুলতে তুমি পারবেনা আমাকে।

যত দুরে যাবে যাও
স্মৃতি গুলো রেখে যাও
ভুলতে আমি পারবোনা তোমাকে।

তুমি আমার মনে আছ
ভালবাসি তোমাকে
ভুলে হয়তো গেছ তুমি
ভালবাস আমাকে।
০২/২৭/০১

আমি সেদিন তোমায় কিছু বলতে পারিনি

সেদিনও ছিল বরষা
পরন্ত বিকেলের শেষ রোদের শিঁখা
বলেছিলে তুমি ভুলে যেতে
শেষ বারের মত তাই হাতে হাত রেখে।

আমি সেদিন তোমায় কিছু বলতে পারিনি
শুধু নিবাক হয়ে তাকিয়ে
তবুও অশ্রুভেজা চোখ অপলক দৃঁষ্টিতে
তোমার ছলনা
দৃপ্ত চেহারার পানে তাকিয়ে।

শুনেছি এখন নাকি তুমি ভালই আছ
তোমার মনে আজ বসন্তের রজণী
তবু মনে হয় কি করে বলবো
আমিতো পারিনা ভুলতে সঝনী।
০২/২৮/১০

অভিমানের একফোটা অঁশ্রু চোখে

অভিমানের একফোটা অঁশ্রু চোখে
মুছে দিতে পারিনি আমি নিজের হাতে
ভালবাসার উপহার একবুক কষ্ট বুকে
তোমার স্মৃঁতিরা আজো কাঁদায়
আমায় আপন মনে।

শুধু তোমায় ভেবে আজ

ঘুমহীন রাত
স্বপ্নের দুয়ারে পাঁহাড়ায়,বিষন্ন চাঁদ
ণীরবে একা আমি নিজনে
ছুটে চলে যত ক্লান্ত পথ।

হয়তো হবে সব আজ অবসান

বিশাল আঁকাশ জুড়ে আছে যত
তোমার অপবাদ
ভুল করে যেন ভুল করোনা
মিথ্যে সুখের আশায়,আমায় তুমি
ভুলে যেওনা।
০৭-৩০-১০ -পলাশ


ঈদ স্পেশাল কবিতা

জীবনের যত ব্যথা স্মৃতিতে

যত স্বঁপ্ন ছিল..চোঁখের পাতায়
আজ কেন সব..শ্রাঁবণ হয়ে
ঝঁড়ে পরে..মনের আঙিনায়।

আমার মনের গভীরে ছিলে তুমি
আজ কেন সেখানে ব্যথার সমুদ্রু
স্মৃতি ভাসে শ্যাওলা হয়ে
হূদয়ের আরশিতে আছে কষ্ট জমে।

ধুলো-মাখা পথের খোঁজে
কখনো বা উদাসি দৃঁষ্টিতে
জীবনের যত ব্যথা স্মৃতিতে
কতকাল আর চেয়ে রবো..এমনি করে।
০২/২৮/১০

স্মৃতির বাসর

তোমায় দেখিনা কতদিন
এর মাঝে পেরিয়ে গেছে..কতটা বছর
মনের দুয়ারে বসেছে
স্মৃতির বাসর।

তুমি হয়তো ভালই আছ
নতুন করে সাঝিয়ে..জীবণ তোমার
ভুলে হয়তো গেছ তমি
ভালবাসার উষ্ণ প্রহর।
০২/২৮/১০

কেন এমন হয়। NEW

ভালবাসলে চোখের জলে
হৃঁদয়ের লেখা নাম মুঁছে য়ায়
শুধু অনুভবে স্মৃঁতিগুলো
তোমার পথের পানে চেয়ে রয়
        কেন এমন হয়।

চলে যে গেছে -সুদূর অদুরে
চাইলেও কি তারে ভোলা য়ায়
ফিরে সে আসবেনা,তবু কেন যে
স্মৃঁতিগুলো পড়ে থাকে,মনের আঁঙ্গিনায়
           কেন এমন হয়।

ভুলে যেতে চাইলেও
স্মৃঁতি এসে কেন বাঁধা দেয়
বিঁষাদের এতো জ্বাঁলা কেন
ভালবাসার প্রতিদানে পেতে হয়
         কেন এমন হয়।

         
            ০৮-১৯-২০১০

অঁভিমানী আছো কি ভালো।NEW

নিঁঝুম রাতের বুকে
একাকী জেগে থাকি
হাজারো কষ্ট বুকে
এখনো তোমায় খোঁজে

একাকী মন কাঁদে
স্মৃঁতির আঙ্গিনা জুরে
এখনো তোমায় ভাবি
নীরবে আমি নীজনে

বিরহী হৃদয় বলে
হয়তো আমায় ভুলে গেছে
ভুলিনি আমি আজো
বুকে আছে জমা ক্ষত
চিৎকার করে বলে
অঁভিমানী আছো কি ভালো।


       ০৮-১৯-২০১০

ঈদ স্পেশাল কবিতা সহ অনন্য কবিতা পড়ুন এইখানে

বল কি দেব তোমায়NEW

ভালবেসে যা দিলে,তুমি আমায়
কি দিয়ে দেব তার প্রতিদান
একবুক কঁষ্ট দিয়ে,সুখগুলো নিলে কেঁড়ে
এইকি শুধু তোমার অভিনয়
বল কি দেব তোমায়

সুখের ছেঁড়াপালে,বিঁষাদের হাওয়া
তাইতো জীবন তরী,আর চলেনা
অঁচেনা পথে হৃদয় সাগরে
উওাল আজ স্মৃতির মোহনা।

          ০৮-১৯-২০১০ ১১:২০am

ভুলে যাবে একদিন তুমিNEW

চলে যখন যাবো আমি
তোমাকে ছেড়ে
শেষ দেখা দেখতে তুমি
এসো আমারে।

দুহাত দিয়ে তুমি
একটু করিও আদর
স্মৃঁতি ব্যথা,ভুলে তুমি
দিও প্রেমেরই কবর।

দুচোখ তোমার যেন
ভরেনা জঁলে
কি করে থাকবো একা
মাঁটিরও ঘরে।

ভুলে যাবে একদিন তুমি
পরবেনা মনে
নতুন করে সাঁঝিয়ে নিও
জীবণ অন্যেরই সাথে।

০৮-২৯-২০১০ 

Question(s), comment(s), or suggestion please inform me by click here.Thanks for your visit & do visit again!


আপনিও থাকুন আমাদের সাথে..

Our Journey Partners

MonerJanala -our upcoming site

BuyFbFanz.com -How to Make Money Online
iMarkettingWorld.com -Internet Marketing


       ..Please contract us for your partnership

You can like us here..

এই সাইটের লেখা বা প্রকাশিত  তথ্য সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট তুমিℜআমি.কম এর। এই সাইটের প্রকাশিত লেখা অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ,সংকলণ করা সম্পূর্ণ বেআইনি।।   
    কপিরাইট © ২০০৮-২০১৭, তুমিℜআমি.কম  নিউইয়র্ক,ইউএসএ